গাজীপুরে নোংরা-দুর্গন্ধযুক্ত পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন আলীবাবা সুইটস ও সৌম্য ফুড এন্ড বেভারেজে অভিযান 397 0
গাজীপুরে নোংরা-দুর্গন্ধযুক্ত পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন আলীবাবা সুইটস ও সৌম্য ফুড এন্ড বেভারেজে অভিযান
আলমগীর কবীর:
গাজীপুরের জয়দেবপুর বাজারস্থ আলীবাবা সুইটস কারখানা ও সৌম্য ফুড এন্ড বেভারেজ এ দুই খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান । তিনি জানান নোংরা, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, কেক ও বেকারি পণ্য উৎপাদন করা ছাড়াও এখানকার উৎপাদিত পণ্যের গায়ে উৎপাদনের তারিখ,মেয়াদোত্তীর্ণের তারিখ নেই ।
পণ্য তৈরিতে যেসব কেমিকেল ব্যবহার করা হচ্ছে সেগুলো কোনো চালানের কপি নেই। তাতে ভুয়া বারকোড ব্যবহার করা হয়েছে। মিষ্টি উৎপাদনে নষ্ট পামওয়েল ও ময়দা ব্যবহার করা হচ্ছিল।এসব অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি বলেন,এই ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্য ২৫টিরও বেশি শো-রুম থেকে বিক্রি করা হয়।একাধিক অভিযোগের কারন দেখিয়ে আলী বাবা সুইটস কে ১,৫০,০০০/ (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সৌম্য ফুড এন্ড বেভারেজ কে ৬০,০০০/ ষাট হাজার টাকা জরিমানা করেন । উপস্থিত উল্লেখিত প্রতিষ্ঠানের সাজা প্রদান করেন ।
সাজাপ্রাপ্তরা হলেন, আলীবাবা সুইটস’র ম্যানেজার মো. মনির হোসেন এবং গাজীপুর নগরের জয়দেবপুরের সৌম্য ফুড এন্ড বেভারেজ এর মালিক মিহির কান্তি দাস (৩২)।