Khoborerchokh logo

গাজীপুরে নোংরা-দুর্গন্ধযুক্ত পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন আলীবাবা সুইটস ও সৌম্য ফুড এন্ড বেভারেজে অভিযান 397 0

Khoborerchokh logo

গাজীপুরে নোংরা-দুর্গন্ধযুক্ত পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন আলীবাবা সুইটস ও সৌম্য ফুড এন্ড বেভারেজে অভিযান

আলমগীর কবীর:
গাজীপুরের জয়দেবপুর বাজারস্থ আলীবাবা সুইটস কারখানা ও সৌম্য ফুড এন্ড বেভারেজ  এ দুই খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান । তিনি জানান নোংরা, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, কেক ও বেকারি পণ্য উৎপাদন করা ছাড়াও এখানকার উৎপাদিত পণ্যের গায়ে উৎপাদনের তারিখ,মেয়াদোত্তীর্ণের তারিখ নেই ।
পণ্য তৈরিতে যেসব কেমিকেল ব্যবহার করা হচ্ছে সেগুলো কোনো চালানের কপি নেই। তাতে ভুয়া বারকোড ব্যবহার করা হয়েছে। মিষ্টি উৎপাদনে নষ্ট পামওয়েল ও ময়দা ব্যবহার করা হচ্ছিল।এসব অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি বলেন,এই ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্য ২৫টিরও বেশি শো-রুম থেকে বিক্রি করা হয়।একাধিক অভিযোগের কারন দেখিয়ে আলী বাবা সুইটস কে ১,৫০,০০০/ (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং  সৌম্য ফুড এন্ড বেভারেজ কে ৬০,০০০/ ষাট হাজার টাকা জরিমানা করেন । উপস্থিত উল্লেখিত প্রতিষ্ঠানের সাজা প্রদান করেন ।
সাজাপ্রাপ্তরা হলেন, আলীবাবা সুইটস’র ম্যানেজার মো. মনির হোসেন এবং গাজীপুর নগরের জয়দেবপুরের সৌম্য ফুড এন্ড বেভারেজ এর মালিক মিহির কান্তি দাস (৩২)।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com